যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

|

যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী রোববার সকাল ৮টা পর্যন্ত দেশটিতে ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৭০ জন। সুস্থ ২৬ লাখ ৩৮ হাজার ৪৭০ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় দুই নম্বরে থাকা ব্রাজিলে ১ লাখ ৫৪৩ জনের প্রাণ গেছে করোনায়।দেশটিতে মোট আক্রান্ত ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন। ২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ২১ লাখ ৫২ হাজার ২০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন, মৃত্যু ৪৩ হাজার ৪৫৩ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply