পর্তুগালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত

|

পর্তুগাল প্রতিনিধি

পর্তুগালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম ও শেখ কামালের ৭১তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ দুতাবাস লিসবনে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বলেন, এই শোক আমাদের সকলের, কারণ এই আগস্ট মাসে বঙ্গমাতাকে পেয়েছিলাম আবার এই মাসেই হারাতে হয়েছে। আমরা বিভিন্ন দূতাবাস পররাস্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যারা বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করেছিল তাদেরকে দেশে ফেরানোর জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, গত মাসে বিদেশ থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ রেমিটেন্স ঢুকেছে। আপনারা যারা দেশকে এগিয়ে নিতে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply