ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম টেস্টে চাপে স্বাগতিক ইংল্যান্ড

|

ইংল্যান্ডের বিপক্ষে ১২৭ রানের লিড নিয়েছে পাকিস্তান। সফরকারীদের ৩২৬ রানের জবাবে ২১৯ রানে শেষ হয় স্বাগতিকদের প্রথম ইনিংস। দুই লেগ স্পিনার ইয়াসির শাহ ও শাদাব খান দখলে নেন ইংলিশদের ৬ উইকেট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২০ রান। ওর্ল্ড ট্রাফোর্ডে ৪ উইকেটে ৯২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। ৪৬ রানে অপরাজিত ওলি পোপ এদিন ক্যারিয়ারের ৫ম ফিফটি তুলে ৬২ রানে নাসিম শাহর পেইসে ভাঙ্গে বাটলারের সাথে পোপের ইনিংস সর্বোচ্চ ৬৫ রানের জুটি। পরে ইয়াসির শাহর ঘূর্ণিতে ৩৮ রানে থামেন জস বাটলার।

এরপর আর কেউ বড় জুটি না গড়তে পারলে ওকস ১৯ আর্চার ১৬ রানে ফিরলেও ব্রড করেন ২৯ রান। ৭০ ওভার ৩ বলের স্থায়িত্বের ইনিংসে ইংল্যান্ড করে ২১৯ রান।

ইয়াসির শাহ ৪ আর শাদাব নেন ২ উইকেট। জবাব দিতে নেমে খাতা খোলার আগেই স্টুয়ার্ট ব্রডের ফাঁদে পা দেন আগের ইনিংসে দেড় শ’ হাঁকানো শান মাসুদ। ৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply