শ্রীলঙ্কার জাতীয় নির্বাচনে বিশাল জয় পেয়েছে রাজাপাকসে

|

শ্রীলঙ্কার নির্বাচনে বড় জয় পেয়েছে প্রভাবশালী রাজাপাকসে পরিবার পরিচালিত শ্রীলঙ্কা পিপলস পার্টি। ২২৫ আসনের মধ্যে ১৪৫টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। জোট থেকে জিতেছে আরও ৫টি আসন।

শুক্রবার ভোটগণনা শেষে বিজয়ী ঘোষণা করা হয় প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসেকে। তার ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এক টুইটবার্তায় মাহিন্দা জানান, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন তাকে। শ্রীলঙ্কার রাজনীতিতে প্রায় দুই দশক ধরে আধিপত্য বিস্তার করছে রাজাপাকসে পরিবার।

এক বছর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন গোতাবায়ে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন মাহিন্দা। এর আগে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply