শিপ্রা ও সিফাতের মুক্তির দাবিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

|

শিপ্রা ও সিফাতের মুক্তির দাবিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রাণী দেবনাথের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে তাদের সহপাঠীরা। দুই শিক্ষার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদের নিহতের ঘটনায় নিরীহ শিক্ষার্থীদের ফাঁসানোর চেষ্টা চলছে। পুরো ঘটনার তদন্ত এবং শ্রিপ্রা ও সিফাতের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। সেইসাথে তাদের পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তার কথাও তুলে ধরেন সিফাত-শিপ্রার বন্ধুরা।

গেলো ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে সিনহা মারা যাবার পর পুলিশের দিকে গুলি তাক করে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয় সিফাতকে। পরে একটি রিসোর্ট থেকে গ্রেফতার করা হয় শিপ্রাকেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply