ফুটবল থেকে অবসর নিলেন বিশ্বজয়ী ক্যাসিয়াস

|

আন্তর্জাতিকের পর এবার পেশাদার ক্লাব ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

সবশেষ পর্তুগালের জায়ান্ট পোর্তোর হয়ে ২০১৫ থেকে ১৯ সাল পর্যন্ত খেলেছেন ইকারি ক্যাসিয়াস। কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থমকে যায় তার ক্যারিয়ার। এরআগে ৩৯ বছর বয়সি এই গোলকিপার টানা ১৬ বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ৭২৫ ম্যাচ। রিয়ালের জার্সিতে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ সহ পাঁচ বার লা লিগা জয়ের কির্তি আছে ক্যাসিয়াসের।

এছাড়াও আছে স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ সহ দুটি ইউরো শিরোপা জয়ের কির্তি। গত মাসে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালক হিসেবে নতুন কর্মজীবন শুরু করেছেন ইকার ক্যাসিয়াস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply