বৈরুত বিষ্ফোরণ: সরকারের ব্যর্থতার অভিযোগে এমপির পদত্যাগ

|

লেবাননের রাজধানী বৈরুতে বিষ্ফোরণে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির এমপি মারওয়ান হামাদে।

আল-আরাবিয়াহকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি অকার্যকর সরকারের অংশ হিসেবে আমি নিজেকে সম্মানিত বোধ করছি না।

তিনি বলেন, আজ রাতে প্রতিনিধি সভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমি পূর্ণ স্বাধীন। কারণ আমি সেসব প্রতিষ্ঠানের সদস্য হিসেবে নিজেকে সম্মানিত বোধ করছি না, যেগুলো দেশের বিপর্যয় সম্পূর্ণ পক্ষপাতমূলকভাবে দেখছে। একটি অকার্যকর প্রেসিডেন্ট ও সরকারের অধীন বিশ্বের সামনে দেশ বিপর্যস্ত ও নিঃস্ব হয়ে পড়েছে।

সাবেক সাংবাদিক মারওয়ান হামাদে ২০০৪ সালে একটি গুপ্তহত্যার থেকে প্রাণে বেঁচে ফিরেছেন। তখন গাড়িবোমা বিস্ফোরণে তিনি আহত হলেও তার নিরাপত্তা প্রহরী নিহত হয়েছিলেন। ওয়ালিদ জুম্বালাতের নেতৃত্বাধীন প্রগতিশীল সমাজতান্ত্রিক পার্টির একজন সদস্য এ রাজনীতিবিদ।

রাজধানী বৈরুতে ভয়াবহ বিষ্ফোরণে অন্তত ৭৮ জন নিহত এবং চার হাজারের বেশি মানুষ আহতের ঘটনায় শোক পালন করছে লেবানন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply