স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্স প্রতি ২ হাজার ডলার ছাড়িয়েছে

|

স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্স প্রতি ২ হাজার ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্স প্রতি ২ হাজার ডলার ছাড়িয়েছে। বুধবার বিশ্ববাজারে স্বর্ণের দাম দাঁড়ায় ২ হাজার ২৬ ডলার।

মহামারি সংকটের মধ্যেও বিশ্বজুড়ে চাঙ্গা স্বর্ণের বাজার। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ স্থবিরতা, তেল ও ডলারের দরপতনের প্রভাবে অস্থির হয়ে উঠেছে স্বর্ণ বাজার।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় অন্যান্য খাত অনিরাপদ বিবেচনায় বিনিয়োগকারীরাও ঝুঁকছেন স্বর্ণের দিকে। ব্যাংকগুলোর সুদের হার ও বন্ডের সুবিধা কমে যাওয়ায়, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা ব্যক্তি পর্যায়েও সঞ্চয় হিসেবে স্বর্ণ বেছে নেয়ার প্রবণতা বেড়েছে। এদিকে চলতি মাসের শুরুতেই ২০১১ সালে রেকর্ড ভাঙ্গে স্বর্ণের দাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply