জম্মু-কাশ্মিরে বিশেষ মর্যাদা বাতিলের বর্ষপূর্তি, কারফিউ জারি!

|

ছবি: ইন্টারনেট

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের এক বছর পূর্ণ হওয়াকে সামনে রেখে জারি হয়েছে কারফিউ। যেকোন ধরণের নাশকতা এড়াতে কারফিউ চলবে মঙ্গল ও বুধবার।

শ্রীনগর জেলা ম্যাজিস্ট্রেট সূত্রে ভারতীয় গণমাধ্যমের দাবি, বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সন্ত্রাসীরা ৫ আগস্ট ‘কালো দিবস’ হিসেবে পালনের পরিকল্পনা করছে। এ অবস্থায় উপত্যকা অঞ্চলটিতে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কা করছে প্রশাসন।

গেল বছর এদিন ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে রাজ্য মর্যাদা বাতিল করে জম্মু-কাশ্মির ও লাদাখকে পৃথক অঞ্চল ঘোষণা করে মোদি সরকার। ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্যটিতে সে সময় ক্ষোভের বিস্ফোরণ এড়াতে দীর্ঘ কারফিউ, ইন্টারনেট ও মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করা সহ কয়েকশ রাজনীতিবিদ ও নেতাকর্মীকে গ্রেফতার করে প্রশাসন। তখন থেকে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিসহ এখনও গৃহবন্দি রয়েছেন অনেক নেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply