করোনায় মারা গেছেন বিজরীর বাবা প্রযোজক মোহাম্মদ বরকত উল্লাহ

|

বিজরি বরকত উল্লাহ ও তার বাবা মোহাম্মদ বরকত উল্লাহ (বায়ে)

কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বাবা, জনপ্রিয় প্রযোজক ও টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহ। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি… রাজিউন)।

বিটিভির জনপ্রিয় অনেক নাটকের সঙ্গে জাড়িয়ে আছে বরকত উল্লাহর নাম। তার নির্মিত নাটকের মধ্যে ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’, ‘কোথাও কেউ নেই’ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রযোজকের স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ।

জানা গেছে, করোনা ছাড়াও মোহাম্মদ বরকত উল্লাহর অন্যান্য শারীরিক জটিলতা ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। তখন ফেসবুকে এক স্ট্যাটাসে বিজরী বরকতুল্লাহ তার বাবার করোনা শনাক্তের বিষয়টি জানিয়ে সবার দোয়া চেয়েছিলেন।

মোহাম্মদ বরকত উল্লাহর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply