রিড ফার্মা কেলেঙ্কারি: ওষুধ প্রশাসনের ২ কর্তা বরখাস্ত

|

রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ওষুধ প্রশাসন অধিদফতরের দুই কর্মকর্তাকে আদালতের নির্দেশে বরখাস্ত করা হয়েছে। তারা হচ্ছেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপ-পরিচালক আলতাফ হোসেন।

২০০৯ সালে ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে সারা দেশে ২৮ শিশু মারা যায়। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদফতরের পক্ষ থেকে শফিকুল ইসলাম রিড ফার্মার এমডিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৮ নভেম্বর পাঁচ জনকে খালাস দেন ঢাকার ড্রাগ আদালত। এ জন্য বাদির অদক্ষতা-গাফিলতিকে দায়ী করেন বিচারক। এই গাফিলতি চিহ্নিত হওয়ার পরও কিভাবে ঐ দুই কর্মকর্তা পদে আছেন- তা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ। এ প্রেক্ষিতে ১৬ মার্চ রুল জারি করেন হাইকোর্ট। জানতে চাওয়া হয়- কেনো ঐ দুই কর্মকর্তাকে অপসারণ করা হবেনা। এ বিষয়ে গতকাল স্বাস্থ্যসচিবকে তলব করা হয়। গতকাল দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে আদালতকে জানিয়েছেন স্বাস্থ্যসচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply