আগস্টে আসছে রাশিয়ার ভ্যাকসিন, অক্টোবরে গণহারে প্রয়োগের পরিকল্পনা

|

ছবি- ইন্টারনেট

করোনাভাইরাস মোকাবেলায় চলতি মাসেই ছাড়পত্র পেতে পারে রাশিয়ার তৈরি প্রথম সম্ভাব্য ভ্যাকসিন। সেক্ষেত্রে অক্টোবর নাগাদ গণহারে প্রয়োগের কর্মসূচি শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। শুরুতে অগ্রাধিকার পাবেন চিকিৎসক আর শিক্ষকরা।

স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, মস্কোতে অবস্থিত গবেষণা কেন্দ্র গামেলিয়া ইনস্টিটিউট প্রতিষেধকটির সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছে। এখন চলছে নিবন্ধনের কার্যক্রম। গেলো মাসেই গামেলিয়ার গবেষণালব্ধ এডেনোভাইরাস ভিত্তিক একটি প্রতিষেধকের প্রাথমিক পরীক্ষায় সাফল্যের কথা জানান রুশ বিজ্ঞানীরা।

অবশ্য অনেক গবেষকের ধারণা, দ্রুততম সময়ে ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে বিপদ ডেকে আনতে পারে রাশিয়া। মানবদেহে প্রয়োগে নিরাপত্তা নিশ্চিত এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারে এসব প্রতিষেধকের পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে কিনা- প্রশ্ন উঠেছে তা নিয়েও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply