ঈদ আনন্দ নেই ঢালিউডেও

|

করোনার আতঙ্কে ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব সিনেমা হল। তখন থেকে নতুন কোনো ছবি হলে প্রদর্শিত হচ্ছে না। এমনকি ঈদুল ফিতরে মুক্তির তালিকায় থাকা সিনেমা প্রদর্শনও সম্ভব হয়নি।

এরই ধারাবাহকিতায় একই অবস্থা এবার ঈদুল আজহাতেও। নিষ্প্রাণ ঢালিউড পাড়া। ঈদ মানেই তো চলচ্চিত্রশিল্প আর সিনেমা হলগুলোতে উৎসবের ব্যাপক আমেজ, জমজমাট অবস্থা। কিন্তু এবার তা হচ্ছে না। করোনার দাপটে ঢালিউডও নিশ্চুপ হয়ে পড়েছে।

এবারের ঈদুল ফিতরে শাকিব খানের দু’টি সিনেমা মুক্তির কথা ছিলো। এগুলো হলো বিদ্রোহী ও নবাব এলএলবি: ব্যাক ফর জাস্টিস। দু’টিরই মুক্তি বাতিল হয়েছে। ফলে গত ১৫ বছরের মধ্যে এবারই প্রথম ঈদে শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না।

আশা ছিলো সব স্বাভাবিক হলো ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাগুলো কিন্তু পরিস্থিতির কারণে সেই আশাও পূর্ণ হলো না।

অপরদিকে মুক্তির কথা ছিলো আরিফিন শুভর মিশন এক্সট্রিম সিনেমার প্রথম পর্ব। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ।

চলতি বছরের শুরুতে ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের শুটিং শেষ হয়। এখন ঈদে যেহেতু সিনেমাটি মুক্তি পচ্ছে না, তাই পরে কোন একটি সুবিধাজনক সময়ে প্রথম পর্ব রিলিজ পাবে।তার কিছুদিন পর আবার দ্বিতীয় পর্ব। এমনটি আশা সিনেমা সংশ্লিষ্টদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply