মোদীর জন্য রাখি পাঠালেন তার পাকিস্তানি বোন

|

আগামী ৩ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য রাখি পাঠিয়েছেন তার পাকিস্তানি বোন কামার মসসিন শেখ। গত ২৫ বছর ধরে রাখি পূর্ণিমার বিশেষ দিনে মোদীকে প্রতিবারই রাখি পাঠান তিনি। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়’র।

প্রথমবার যখন কামার মোদীকে রাখি পরিয়ে দেন তখন মোদী একজন সাধারণ আরএসএস কর্মী ছিলেন।পাকিস্তানী কামার মহসিন শেখের দাবি, ‘আমার দাদা মোদী আমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসেন।’

কামার জানান, বিয়ে করতে ভারতে আসার পর দিল্লিতে চিত্রশিল্পী স্বামীর সঙ্গে গিয়ে প্রথম বার মোদীর সঙ্গে দেখা হয়েছিল তার। তারপর থেকেই প্রতি রাখি পূর্ণিমার দিন দাদা মোদীর জন্য রাখি পাঠিয়ে থাকেন তিনি।

এমনকি ৩২০ ধারা বাতিল করে কাশ্মিরের মর্যাদা ক্ষুণ্নকারী আইন নিয়েও মোদীর প্রশংসা করেন কামার। কামার বলেনম ‘মোদীর মতো এমন কাজ আগে কেউই করেননি। দেশ যা চায়, তিনি সেটাই সবসময় করে থাকেন। ৩৭০ ধারা বাতিলের পর কোনও মুসলিমকে হুমকি দেওয়া হয়নি। আমিও একজন মুসলিম। আমি বলছি মুসলিমরা সুরক্ষিত এদেশে, আর মুসলিম মহিলাদের জন্যেও তিনি অনেক কাজ করেছেন। ৩৭০ ধারা তিনি বাতিল করেছেন জম্মু ও কাশ্মিরের উন্নয়নের জন্য।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply