শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

|

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো যাত্রীদের ঢল দেখা গেছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে এ ঘাটে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ঘাট এলাকায় ৫ শতাধিক গাড়ি ও কয়েকশ মোটর সাইকেল পারের অপেক্ষায় রয়েছে।

এরআগে প্রবল স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়। সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার ভোর ৫ টা দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৩ টি ফেরি ঘাট দিয়ে ১৬ টি ফেরির মধ্যে ১০ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

মাওয়া ঘাটের বিআইডব্লিউটিসি সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, আমরা সাধ্যমত চেষ্টা করছি। সকাল থেকেই যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আমাদের সীমাবদ্ধতা আছে। স্রোতের কারণে লঞ্চ কাঁঠালবাড়ি গিয়ে ফেরত আসতে সময় বেশি লাগছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্য চৌহান জানান, সাড়ে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায়, ঘাট এলাকায় বেশ গাড়ির চাপ রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply