করোনার কারণে বদলে যাচ্ছে মানুষের হাতের লেখা: সমীক্ষা

|

করোনার কারণে মানুষের হাতের লেখা বদলে যাচ্ছে। একটি সমীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। ২২-৬২ বছর বয়সি প্রায় দু’শো জনের করোনা-পূর্বের হাতের লেখা ও বর্তমান লেখার তুলনামূলক বিচার করে গবেষকরা এ তথ্য জানান। খবর আনন্দবাজার।

সমীক্ষা চালনার প্রধান মোহন বসু জানান, হাতের লেখা যেমনই হোক না কেন, নির্দিষ্ট লক্ষ্য থাকলে মানুষের হাতের লেখার অভিমুখ সোজা হয়। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে প্রভাবিত হলে হাতের লেখা আর সোজা থাকে না। তখন সেটা বক্র, জটিল আকার ধারণ করে। যেমনটা বর্তমান পরিস্থিতিতে হয়েছে।

ক্লিনিক্যাল গ্রাফোলজি নিয়ে কাজ করেন স্বপনকুমার চন্দ্র। তিনি বলেন, মুডের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে একই মানুষের হাতের লেখা অন্য রকম হতে পারে। গত কয়েক মাস ধরে যে সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এই পরিবর্তন বেশি করে ধরা পড়েছে।

করোনা হাতের লেখায় যে পরিবর্তন হয়েছে, তা কি স্থায়ী হবে? গ্রাফোলজিস্টরা বলছেন, সেটা অনিশ্চিত। পরিস্থিতি ঠিক হলে পুরনো হাতের লেখা ফিরে আসতে পারে। তবে যাদের মধ্যে এই ‘ট্রমা’ কাজ করবে, তাদের হাতের লেখার আদলে এই পরিবর্তন আরও কিছু দিন থেকে যেতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply