‘নবী’ দাবি করার অপরাধে আদালতেই গুলি করে হত্যা

|

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে আদালত কক্ষের ভেতর গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার পেশওয়ারের একটি আদালতে মামলার শুনানি চলাকালীন এ হামলা চালানো হয়।

স্থানীয় প্রশাসন জানায়, হামলার পরপরই ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে হামলাকারীকে। প্রাথমিক জিজ্ঞাসায় দোষ স্বীকারও করেছেন তিনি।

গুলিতে নিহত তাহির আহমেদ নাসিম নিজেকে নবী দাবি করেছিলেন বলে অভিযোগ ছিলো। এতে মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে অবমাননা করা হয়েছে।

পাকিস্তানে ধর্মীয় অবমাননা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যদিও এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি দেয়া হয়নি কাউকে। তবে ১৯৯০ সাল থেকে বিভিন্ন সময় অভিযুক্তদের ওপর হামলা চালিয়ে হত্যা করা হয়েছে কমপক্ষে ৭৭ জনকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply