প্রথমবারের মতো ভূগর্ভ থেকে মিসাইল পরীক্ষায় সফল ইরান

|

প্রথমবারের মতো ভূগর্ভ থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো ইরান। বুধবার সামরিক মহড়ার শেষ দিনে মাটির নিচ থেকে উপসাগরীয় সমুদ্রসীমায় মিসাইল উৎক্ষেপণ করে ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস। তাদের দাবি, বিশ্বে এ ধরনের মহড়া এটাই প্রথম।

বলা হয়, শত্রুপক্ষকে কোণঠাসা করতে এ ধরনের অস্ত্র ইরানের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। নিজস্ব সমুদ্রসীমার ভেতরে বানি ফারুর আইল্যান্ডে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমারু বিমান থেকে বোমাও ছোঁড়া হয় এদিন। কোনো ধরনের লঞ্চিং প্ল্যাটফর্ম বা প্রচলিত সরঞ্জাম ছাড়াই উৎক্ষেপণ সম্পন্ন হয়। ওয়াশিংটনের সাথে উত্তেজনার মধ্যেই এসব পরীক্ষা চালালো তেহরান।

এর মাত্র একদিন আগেই হরমুজ প্রণালীতে একটি মার্কিন বিমানবাহী জাহাজের অবস্থানের কাছেই মহড়া চালায় তেহরান। একে দায়িত্বজ্ঞানহীন আচরণ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply