কাউকে আহত করতে কিছু বলেননি রায়হান: আইনজীবী

|

রায়হান কবির মুক্তির জন্য লড়বেন দুই আইনজীবী

করোনাভাইরাসের সময় প্রবাসীদের প্রতি যে আচরণ তিনি দেখেছেন সেটাই তিনি বলেছেন। তবে এজন্য মালয়েশিয়ার কেউ আহত হোক তা তিনি চাননি বলে জানিয়েছেন মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি তরুণ রায়হান কবির।

বুধবার সকাল ১১টায় রায়হান কবিরের সঙ্গে দেখা করেন তার আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা। রায়হানের বরাত দিয়ে তিনি জানান, গ্রেফতারের পর তার সঙ্গে কোন খারাপ ব্যবহার করা হয়নি। আর জিজ্ঞাসাবাদে রায়হান ইমিগ্রেশন পুলিশকে বলেছেন, মহামারী চলাকালে তিনি যা দেখেছেন তাই বলেছেন এবং এগুলো তার একান্তই নিজস্ব ধারণা। তবে মালয়েশিয়া বা এখানকার কোন নাগরিককে তিনি আহত করতে চাননি। রায়হান জানিয়েছেন, তিনি দ্রুত দেশে ফিরতে চান।

এরআগে সোমবার আইনজীবীরা মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রায়হানের সঙ্গে দেখা করতে চান। তারা জানান, দেখা করার জন্য পরে তারা তারিখ দেবেন। আজ বুধবার ১১ টায় সেই তারিখ দেয়া হয়। নির্ধারিত সময়ে রায়হানের সঙ্গে কথা বলেন আইনজীবীরা। এ সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply