প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

|

প্রধানমন্ত্রীর কার্যালয়, এনএসআই, পিডব্লিউডি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যমুনা ব্যাংক সহ বিভিন্ন সরকারি/বেসরকারি দফতরে চাকরি দেয়ার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অনিক মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার কিছু পরে র‌্যাব-৪ ও এনএসআই অপারেশন শাখা যৌথ অভিযান চালিয়ে মিরপুর-১২ থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার বাসা হতে আড়াই লাখ টাকার চেক উদ্ধার করা হয়।

এ ঘটনায়, প্রতারণার অভিযোগে পল্লবী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, অনিক মিয়া দালালদের মাধ্যমে চাকুরি দেয়ার নামে টাকা সংগ্রহ করে আত্মসাৎ করে আসছিল। তার এই প্রতারণার সাথে তার স্ত্রীসহ আরও অনেকেই জড়িত আছে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিদের সাথে এবং বঙ্গভবন, সংসদ ভবনের সামনে ছবি তুলে তা সাধারণ মানুষদের দেখিয়ে বিশ্বাস স্থাপন করে প্রতারণা করতো বলে স্বীকার করে অনিক মিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply