রামমন্দির নির্মাণের জন্য ‘সোনার ইট’ দানে ইচ্ছুক স্বঘোষিত মুঘল যুবরাজ

|

ভারতের অযোধ্যায় প্রথম মুঘল সম্রাট বাবরের নির্মিত বাবরি মসজিদ ভেঙ্গে নির্মিত হতে যাওয়া রামমন্দিরের ভিত্তি প্রস্তরের জন্য এক কেজি ওজনের সোনার ইট প্রদানের ইচ্ছা প্রকাশ করেছেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের উত্তরাধিকার পরিচয় দেয়া স্বঘোষিত মুঘল যুবরাজ হাবিবুদ্দিন তুশি।

মুঘল রাজপুত্র দাবি করা হাবিবুদ্দিন তুশি জানান, এক কেজি ওজনের ওই সোনার ইটের দামে প্রায় ১.৮০ কোটি রুপি।

টুইটারে এক ভিডিও বার্তায় হাবিবুদ্দিন তুশি জানান, তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেখা করার সময় চেয়ে চিঠি দিয়েছেন। মোদীর সময় হলেই তার হাতে তিনি এই ইট তুলে দেবেন। তবে এখন পর্যন্ত স্বঘোষিত এই যুবরাজের চিঠির কোন উত্তর দেয়নি ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি, সেই ব্যক্তিগত বৈঠকেই আমি তার হাতে ওই সোনার ইটটি তুলে দেব।

টাইমস অব ইন্ডিয়াকে হাবিবুদ্দিন তুশি জানান, রামমন্দিরের ভূমিপুজায় তার উপস্থিত থাকার খুব ইচ্ছেও ছিল। প্রধানমন্ত্রী যদি তাকে আমন্ত্রণ জানায় তবে তিনি সেখানে থাকার চেষ্টা করবেন।

তুশি আরও জানান, রামমন্দিরে জন্য দান করতে চাওয়া সোনার ইটটির নকশা তিনি নিজেই বানিয়েছেন। ইটের উপরে খোদাই করা আছে ‘জয় শ্রীরাম’।

https://www.facebook.com/788326144533504/posts/3416880371678055


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply