বিশ্ববাজারে রেকর্ডহারে বাড়ছে সোনার দাম

|

বিশ্ববাজারে রেকর্ডহারে বাড়ছে সোনার দাম

ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়লো মূল্যবাণ ধাতু- স্বর্ণ। মঙ্গলবার সকালে কেনাবেঁচা শুরু হলে আউন্সপ্রতি মূল্য পৌঁছায় এক হাজার ৯৫০ ডলার পর্যন্ত।

আন্তর্জাতিক বাজারে সময়ের সাথে চলছে উত্থান-পতন। সোমবার আউন্সপ্রতি এক হাজার ৯৪৫ ডলার মূল্যে শেষ হয় লেনদেন। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের প্রভাব, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যেকার উত্তেজনা, বৈশ্বিক শেয়ারবাজারের অস্থিরতা, আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের বিনিময় হার দূর্বল হয়ে পড়া এবং মধ্যেপ্রাচ্যের রাজনৈতিক অনিশ্চয়তার কারণেই স্বর্ণের এ মূল্যবৃদ্ধি। কারণ, বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত নিরাপদ বিনিয়োগ খাত বা সেফ হ্যাভেন হিসেবে পরিচিত স্বর্ণ কেনার দিকে ঝুঁকছেন।

এদিকে বর্তমান ধারা অব্যাহত থাকলে, আউন্সপ্রতি মূল্য দু’হাজার ডলারে যেয়ে ঠেকবে, এ আশঙ্কা বিশ্লেষকদের। এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর রেকর্ড প্রতি আউন্স স্বর্ণের দাম ওঠে এক হাজার ৯২৩ ডলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply