গাজীপুরের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

|

গাজীপুরের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। পানিতে ডুবে গেছে কালিয়াকৈর ফুলবাড়িয়া ও কালিয়াকৈর ধামরাই সড়কের বিভিন্ন স্থান।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার কালিয়াকৈর উপজেলার তিনটি ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। এত করে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি এসব অঞ্চলের ফসল ও সবজির ক্ষেত পানিতে ডুবে গেছে। পানিতে ডুবে গেছে এসব গ্রামের পাকা ও কাঁচা রাস্তা। আর তাই চলাচলের জন্য নৌকাই একমাত্র ভরসা।

বন্যা কবলিত এসব অঞ্চলের বানভাসি মানুষরা সরকারি সহযোগিতা ও ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply