টেক্সাসে আছড়ে পড়েছে শক্তিশালী হারিকেন ‘হানা’

|

যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলে হারিকেন হানা আছড়ে পড়েছে। এরইমধ্যে এই ঘূর্ণিঝড়কে প্রাণঘাতী বলে সতর্কবার্তা জারি করেছে কতৃপক্ষ।

শনিবার স্থানীয় পাদ্রে দ্বীপে ঘন্টায় ১৪৫ কি.মি. বেগে আঘাত হানে এই হারিকেন। এর প্রভাবে জলোচ্ছ্বাস, তীব্র বাতাস ও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি রাজ্যের ৩২টি কাউন্টিতে দুর্যোগকালীন জরুরী অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট।

পাদ্রে দ্বীপের পর কর্পাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলের মধ্যবর্তী অঞ্চলেও আঘাত হেনেছে হারিকেন ‘হানা’। করোনার কারণে পরিস্থিতি মোকাবেলা আরও জটিল হওয়ার শঙ্কা স্থানীয় গভর্নরের। সর্বনিম্ন মাত্রার এই হারিকেন আটলান্টিক অঞ্চলে ২০২০ সালের প্রথম হারিকেন।

এদিকে প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া হারিকেন ডগলাস ঘন্টায় সর্বোচ্চ ১৪৫ কি. মি. বেগে হাওয়াই দ্বীপের দিকে এগুচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার। এজন্য প্রবল ক্ষয়ক্ষতির শঙ্কায় সতর্কতা জারি করেছে এনএইচসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply