বিশ্বে মৃত্যু কিছুটা কমেছে, শনাক্ত দু’লাখ ছাড়াল

|

বিশ্বে একদিনে করোনায় প্রাণ গেল ৪ হাজার

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় চার হাজারের মতো মানুষ মারা গেছেন ভাইরাসে আক্রান্ত হয়ে। নতুন শনাক্ত হয়েছে দু’লাখ ১৩ হাজারের বেশি মানুষ।

এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে ছয় লাখ সাড়ে ৫১ হাজারের মতো মানুষ মারা গেছেন, আর সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৪ লাখ।

এদিকে, যুক্তরাষ্ট্রে আরও সাড়ে ৪শ মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি দেড় লাখ ছুঁইছুঁই। আক্রান্ত সোয়া ৪৩ লাখের মতো মানুষ। অবশ্য, দিনের সর্বোচ্চ ৭২৯ জনের মৃত্যু দেখেছে মেক্সিকো; দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো ৪৩ হাজার।

একদিনে রেকর্ড ৭১৪ জনের মৃত্যুতে ভারতে প্রাণহানি ৩৩ হাজারের কাছাকাছি। দেশটিতে আক্রান্ত ১৪ লাখের বেশি। এদিন, ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫শ মানুষ। এনিয়ে মোট প্রাণহানি ৮৭ হাজার ছাড়ালো। আক্রান্ত ২৪ লাখের অধিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply