আজ থেকে আবারও বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু

|

আজ থেকে আবারও বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু

বরগুনা প্রতিনিধি:

আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে শেষ হচ্ছে সরকার নির্ধারিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এ দীর্ঘ সময় অলস কাটিয়ে আজ মধ্যরাত থেকেই আবার সাগরে মাছ শিকারে যাবে জেলেরা।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, মে মাসের ২০ তারিখ থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে বিচরণরত মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর প্রজননকাল। এ কারণেই সাগরের মাছসহ বিভিন্ন মূল্যবান প্রাণিজ সম্পদ রক্ষার পাশাপাশি মৎস্য ভাণ্ডার বাড়াতে দীর্ঘসময় মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞারোপের সিদ্ধান্ত নেয় সরকার।

জেলেরা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞার ফলে তারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই দুই মাস তারা আর্থিক অভাব-অনটনের মধ্য দিয়ে পার করেছেন। কমবেশি সব জেলেই ঋণগ্রস্তও হয়ে পড়েছেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বরগুনা সদর, আমতলী, পাথরঘাটা, তালতলী উপজেলার জেলেপাড়াগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘদিন বঙ্গোপসাগরে মাছ আহরণ বন্ধ থাকায় এবার জেলেরা বেশি মাছ পাবেন বলে আশাবাদী। এছাড়া জেলেরা ইতোমধ্যেই ট্রলারের জাল, দড়ি, বরফ ও রসদ সামগ্রী নিয়ে সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply