আফগানিস্তানে বিমান হামলায় কমপক্ষে ৪৫ তালেবান নিহত

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের হেরাত প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৪৫ তালেবান নিহত হয়েছে।

অঞ্চলটির গভর্নর জানান, খাম জিয়ারত এলাকায় তালেবানের গুরুত্বপূর্ণ ৬ কমান্ডারের অবস্থান রয়েছে এমন খবরেই অভিযান চালানো হয়। তবে এখনও পরিষ্কার না নিহতদের মধ্যে কতজন তালেবানের সদস্য রয়েছে।

তবে তালেবানের মুখপাত্র ক্বারি মোহাম্মাদ ইউসুফ আগমাদি জানান, দুই দফা বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।

সম্প্রতি আফগান সরকারের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করেছে তালেবান। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার হাজার হাজার তালেবান সদস্যকে মুক্তি দিয়েছে; বিনিময়ে তালেবানও আফগান সরকারের শত শত বন্দিকে ছেড়ে দিয়েছে। কিন্তু শান্তি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও তালেবানের সন্ত্রাসী হামলা বন্ধ হয়নি।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply