মারা গেছেন সাবেক ঢাবি শিক্ষক ড. রইস উদ্দিন

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ড. রইস উদ্দিন আহমেদ মঙ্গলবার দিবাগত রাত ১২. ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ভূতত্ত্ববিদ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে জানাজা শেষে নরসিংদী জেলার বেলাবো থানার নিজ বাড়িতে মরহুমের বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

শিক্ষকতার ক্যারিয়ারে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন গবেষণা কাজে নিযুক্ত ছিলেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন এবং দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনযাপন করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নবনিযুক্ত চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply