শেষ হলো সৈকতের খাদ্য সহায়তা, এবার যাত্রা বন্যার্তদের সাহায্যে

|

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে করোনা মহামরির এই দুর্যোগপূর্ণ সময়ে বিগত ১২১ দিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ কার্যক্রম আজ শেষ হয়েছে।

তবে এর পর তিনি উদ্যোগ নিয়েছেন বর্তমান বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাড়ানোর। এ লক্ষ্যে আজ মঙ্গলবার তার এই দল নিয়ে সুনামগঞ্জ যাবেন তিনি।

এ প্রসঙ্গে সৈকত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জনগণের করের টাকায় পড়ালেখা করে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ-এর তাই দেশের মানুষের প্রতি একটি দায়বদ্ধতা আছে। সে দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা ঠিক করেছি আমাদের পরবর্তী কার্যক্রম বন্যা দুর্গত-দের কেন্দ্র করে হতে হবে।

তিনি আরও জানান, পরবর্তীতে দেশের অন্যান্য প্রান্তিক অঞ্চলের বন্যা দুর্গতের সহায়তা করার ইচ্ছাও তার দলের আছে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ থেকে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষদেরকে দুইবেলা খাবার সরবরাহ করে যাচ্ছেন তিনি ও তার দল। এর মধ্যে প্রথম ১০০ দিন দুই বেলা ও পরবর্তী ২১ দিন এক বেলা খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়াও, ঈদুল ফিতরে অন্তত এক হাজার নারী-পুরুষ-শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে তার দলের পক্ষ থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply