‘২৫ জুলাই পর্যন্ত বন্যার পানি বাড়বে’

|

২৫ জুলাই পর্যন্ত বন্যার পানি বাড়বে, কমবে এরপরের দিন থেকে। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সচিবালয়ে উদ্ধারকারী জাহাজ নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের ২৫ জেলায় বন্যার পানি প্রবেশ করেছে। দুর্গতদের মাঝে শুরু হয়েছে ত্রাণ তৎপরতা। বন্যার পানিতে এখন পর্যন্ত ২৫ জনের মারা যাওয়ার তথ্যও জানান তিনি। দুপুরে বন্যাপ্রবণ জেলায় উদ্ধারকাজ পরিচালনায় মাল্টিপারপাস রেসকিউ বোট তৈরিতে নৌ বাহিনীর সাথে চুক্তি করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ৬০টি বোট নির্মাণে ২৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে তৈরি করা হবে ২০টি বোট। প্রতিটির নির্মাণ ব্যয় ৪৫ লাখ টাকা। আগামী বন্যা মৌসুমের আগেই এই ২০টি উদ্ধারকারী বোট পাওয়া যাবে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply