বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করতে স্পেনের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

|

স্পেনে মৌসুমী শ্রমিকের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়টি বিবেচনায় রাখার জন্য স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত আলভারো দে সালাস গিমেনেজ ডি আজক্রেটকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল দুপুরে স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করতে গেলে এমন আহ্বান জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী মৌসুমী কর্মীদের নিয়োগের বিষয়ে বিবেচনা করার জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশের শ্রমিকরা ইতিমধ্যে কৃষিক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে। ফলে তারা স্পেনের অর্থনীতিতে অবদান রাখতে পারবে।

সেইসাথে, কোভিড-১৯ মোকাবেলায় পিপিই এবং অন্যান্য ওষুধজাত পণ্য পণ্যের জন্য স্পেন বাংলাদেশের উপর নির্ভর করতে পারে বলেও বিদায়ী রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

এইসময়, পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে স্পেন সরকারের অব্যাহত সমর্থনকে ধন্যবাদ জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply