জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন দিয়ে দ্রুত ভিসি নিয়োগের দাবি জানিয়েছে প্রগতিশীল জোটের শিক্ষক ও সিনেট প্রতিনিধিরা।

সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জোটের নেতা ড. শরিফ এনামুল কবির আশঙ্কা করেন, গত ৩০ ডিসেম্বর রেজিস্টার্ড গ্রাজ্যুয়েট প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় বর্তমান ভিসি উপাচার্য প্যানেল নির্বাচন দিতে গড়িমসি করবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ভুল ব্যাখ্যা দিচ্ছেন বর্তমান উপাচার্য ড. ফারজানা ইসলাম। প্রগতিশীল জোটের শিক্ষকরা বলেন, প্যানেল নির্বাচনে তাদের প্রার্থী জয়ী হলে, জাকসু নির্বাচন দেয়া, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার্থীদরে সব অধিকার নিশ্চিত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply