প্রথম আরব ও মুসলিম দেশ হিসাবে মঙ্গলগ্রহে নভোযান পাঠালো আমিরাত

|

প্রথম আরব ও মুসলিম দেশ হিসাবে মঙ্গলগ্রহে নভোযান পাঠালো মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী দেশ সংযুক্ত আরব আমিরাত।

দেশটির বিজ্ঞান ও প্রযুক্ত মন্ত্রী এবং মঙ্গলাভিযানের প্রধান সারাহ আল আমিরি জানান, দুবাই সময় দুপুর ১টা ৫৮ মিনিটে জাপানের টানেগশিমা মহাকাশকেন্দ্র থেকে নভোযানটি সফলভাবে উৎক্ষিপ্ত হয়। নভোযানটির নাম রাখা হয়েছে ‘আমাল’ বা ‘প্রত্যাশা’। দীর্ঘ ৭ মাস মহাকাশ পাড়ি দিয়ে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে যানটি লাল গ্রহে পৌঁছানোর কথা। সেসময়, প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করবে সংযুক্ত আরব আমিরাত।

১৫ জুলাই উৎক্ষেপণের কথা থাকলেও; বাজে আবহাওয়ার কারনে দু’দফা পেছানো হয় রকেটযাত্রা। চলতি মাসে, চীন ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসাবে মঙ্গলগ্রহে নভোযান পাঠালো সংযুক্ত আরব আমিরাত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply