পৃথিবীর সবচেয়ে দুর্লভ পাসপোর্ট!

|

একটা পাসপোর্ট করাতে কী ঝামেলাই না পোহাতে হয়! তবে যে পাসপোর্টের কথা হচ্ছে তা সাধারণ কোন পাসপোর্ট নয়, বিশ্বের সবচেয়ে দুর্লভতম পাসপোর্ট। মাল্টার সার্বভৌম মিলিটারি ওর্ডার এই পাসপোর্ট দেয় মাত্র  ৩ জনকে! এই মিলিটারি ওর্ডারটি খ্রিষ্টান বিশ্বের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান। ক্যাথলিক ধর্মকে রক্ষা এবং দুস্থদের সাহায্যের উদ্দেশ্যে ১০৯৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

সার্বভৌম এই প্রতিষ্ঠান নিজেদের মাত্র শীর্ষ ৩ উচ্চ পদস্থ গ্রান্ড মাস্টার, ডেপুটি গ্রান্ড মাস্টার এবং চ্যান্সেলরকে এই পাসপোর্ট দেয়। সেই বিচারেই এই পাসপোর্ট সবচেয়ে বিরল। তবে এই পাসপোর্টের দৌড় কিন্তু অনেক দেশের সাধারণ পাসপোর্টের চেয়েও কম। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ড বহু দেশ ভ্রমণ করতে মাল্টার এই পাসপোর্ট যথেষ্ট নয়। আলাদা ভিসা নিতে হবে। এইদিক দিয়ে জার্মানির পাসপোর্ট সবচেয়ে ক্ষমতাবান, শুধু পাসপোর্ট ব্যবহার করেই ১৭৬ টি দেশ ভ্রমণ করতে পারেন জার্মানরা।

মাল্টার সার্বভৌম মিলিটারি ওর্ডারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে ১০০টি দেশের। বর্তমানে বহু দেশে এই প্রতিষ্ঠান বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply