দেশে করোনায় আজ প্রাণ হারালেন ৫০ জন, শনাক্ত ২৯২৮

|

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৬৮ জনে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানান।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। এর পর থেকেই প্রতিদিন দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। উল্লেখ্য আজ সোমবার করোনাকালীন ১৩৫ তম দিন পার করছে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply