সিরিয়ায় নির্বাচনের দিন বোমা হামলায় নিহত ৭

|

সিরিয়ায় নির্বাচনের দিন বোমা হামলায় নিহত ৭

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনে রোববার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর।

তুরস্ক সীমান্তের কাছে আজাজ শহরের পাশে একটি গ্রামে ওই বিস্ফোরণ ঘটে। এলাকাটি বহুদিন ধরে তুর্কি সমর্থিত সিরিয়ার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।

লন্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, একটি গাড়ির ভিতরে পেতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। সীমান্তবর্তী বাব আল-সালাম পোস্টের প্রবেশমুখে হামলাটি চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণে ৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বহু নারী এবং শিশু রয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে তুরস্কের সীমান্তবর্তী কিলিস শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার ভেতরে ২০১৬ সালে ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ নামে যে অভিযান চালিয়েছিল সে সময় তুর্কি সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা আজাজ শহরটি দখল করে নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply