করোনা রোগীর বাড়িতে ভাত-মাংস রান্না করে খেয়েদেয়ে চুরি!

|

করোনায় আক্রান্ত এক ব্যক্তির বাড়িতে রান্না করে ভাত-মাংস খেয়ে ৫০ হাজার রুপি ও সমমূল্যের গয়না নিয়ে পালিয়েছে চোরেরা। ভারতের ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরে এ ঘটনা ঘটে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, চোরেরা দরজা ভেঙে ওই বাড়িতে ঢোকে। এরপর তারা চাপাটি (এক ধরনের রুটি), খাসির মাংস ও ভাত রান্না করে খায়। তারপর চুরি করে পালিয়ে যায়।

যে ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে তার ভাই থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগে বলেন, ‘গত ৮ জুলাই আমার ভাইয়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরেই তার বাড়ি ও আশপাশের অঞ্চলকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। তার বাড়ি সিল করে দেয় পুলিশ। তার স্ত্রী-সন্তানরা এক মাস ধরে গ্রামের বাড়িতে আছে। আমার ভাই আমাকে বাড়ির অবস্থা দেখে আসতে বলে। আমি গিয়ে দেখতে পাই চুরি হয়েছে।’

জামশেদপুরের উপ-পুলিশ সুপার অলোক রঞ্জন বলেন, গত বৃহস্পতিবার নগদ ৫০ হাজার রুপি ও ৫০ হাজার টাকার গয়না চুরি হয়েছে। আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply