বলে থুতু লাগিয়ে আম্পায়ারকে বললেন ‘ভুল হয়েছে’, স্যানিটাইজ করে দিন!

|

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনেক অদ্ভুত ঘটনা আছে। কিন্তু এমন অদ্ভুত ঘটনা কখনও ঘটতে পারে কেউ হয়ত কল্পনাও করেনি। কিন্তু করোনাভাইরাসের কারণে এমন অদ্ভুত ঘটনাই ঘটে গেল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে।

করোনার কারণে আইসিসি বলে দিয়েছে, থুতু দিয়ে বল পলিশ করা যাবে না। নতুন আইন চালু হওয়ার পরে ইংল্যান্ডের ডমিনিক সিবলিই হল প্রথম ক্রিকেটার, যিনি থুতু দিয়ে বল পলিশ করলেন! ঘটনাটা ঘটেছে ৪১ ওভারের ঠিক পরে। সিবলি থুতু দিয়ে বল পলিশ করেই বুঝে যায়, সে ভুল করে ফেলেছে। এর পরেই ইংল্যান্ডের ক্রিকেটাররা গিয়ে আম্পায়ারকে ব্যাপারটা জানায়। বলে, ভুল হয়েছে! তারপর আম্পায়াররা স্যানিটাইজ ওয়াইপার (অ্যালকোহলে ভেজানো টিসু) দিয়ে বল ভাল করে মুছে দিচ্ছে।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, দু’বারের বেশি বলে থুতু লাগালে সংশ্লিষ্ট দলের পাঁচ রান জরিমানা হবে। আর থুতু দিয়ে বল পলিশ করাটা ক্রিকেটারদের এতটাই অভ্যাসে পরিণত হয়েছে যে, এই ভুলটা হওয়া স্বাভাবিক।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply