দশ দিনে যুক্ত হয়েছে ৫টি ল্যাব: বাড়েনি পরীক্ষা

|

দেশে দশ দিনে প্রায় ৩৫ হাজার করোনা রোগী বেড়েছে। পরীক্ষার তুলনায় সর্বোচ্চ ২৫ শতাংশ শনাক্তের হারও ছিল এ সময়টায়। যদিও এ সময়েই কমেছে নমুনা পরীক্ষার প্রবণতা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত দশ দিনে অন্তত পাঁচটি ল্যাব যুক্ত হয়েছে কোভিড-১৯ পরীক্ষায়। কিন্তু তারপরও পরীক্ষার সংখ্যা কেন বাড়েনি, সেটিই এখন প্রশ্ন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নাজমুল হোসেন বলছেন, মহামারি মোকাবেলায় নমুনা পরীক্ষা বাড়ানো খুবই জরুরি। বেশি বেশি পরীক্ষা করা হলে শনাক্ত হতো আরও অনেক রোগী। তাদের আইসোলেশনের মাধ্যমে রোগ প্রতিরোধ সহজ হতো বলে মনে করেন তিনি।

এদিকে, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৫৮১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭০৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ২ লাখ ২ হাজার ৬৬ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply