হ্যাকারদের টার্গেটে ছিল প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট

|

১৩০ প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্টে হামলার টার্গেট ছিল হ্যাকারদের। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে ওই ১৩০টি অ্যাকাউন্টের মাত্র কয়েকটি ছিনতাইয়ে সক্ষম হয় হ্যাকাররা।

টুইটার জানায়, বারাক ওবামা, এলন মাস্ক, কেন ওয়েস্ট, বিল গেটসের মতো বিখ্যাত ব্যক্তিদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। মূলত বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রা জালিয়াতির উদ্দেশ্য ছিল তাদের। এক লাখ ডলারের বেশি আয়ও করে ফেলেছে তারা। ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ।

কোনো ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত করছে এফবিআই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply