আহমেদ আরবেরি হত্যা: আদালতের রায়ে তিনজনই নির্দোষ

|

কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবেরি হত্যায় অভিযুক্ত তিনজনকেই নির্দোষ হিসেবে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেগরি ম্যাকমাইকেল (৬৪), তার ছেলে ট্রাভিস (৩৪) ও তাদের প্রতিবেশি উইলিয়াম ব্রায়ান (৫০) নির্দোষ হিসেবে রায় পেয়েছেন।

গত ২৩ ফেব্রুয়ারি ২৫ বছর বয়সী আহমেদ আরবেরি খুন হন। নিরস্ত্র আহমেদ আরবেরিকে শ্বেতাঙ্গ তিন যুবক হত্যার ভিডিও অনলাইনে ছড়িয়ে গেলে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। এরপর অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। ম্যাকমাইকেলের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও নির্যাতনের। ব্রায়ানের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও অবৈধভাবে আটক করার। ভিডিও কনফারেন্সে গতকাল শুক্রবার শুনানির পর সবাইকে নির্দোষ হিসেবে রায় দেন বিচারক।

এদিকে, আরেক কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড পুলিশের হাতে নির্মমভাবে খুন হন। সে ঘটনার জেরে যুক্তরাষ্ট্র তো বটেই, অন্য দেশগুলোতেও প্রতিবাদে সরব হন সাধারণ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply