নুরুল ইসলাম শুধু বীর মুক্তিযোদ্ধাই নন, দেশের শিল্প খাতের অগ্রদূতও

|

যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম শুধু বীর মুক্তিযোদ্ধাই নন, দেশের শিল্প খাতের অগ্রদূত। গণমাধ্যমের বিকাশেও রেখেছেন অগ্রণী ভূমিকা। জাতির এ সূর্য সন্তানের শূন্যতা অপূরণীয়। যুগান্তর ও যমুনা টেলিভিশন আয়োজিত খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা।

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে শুরু হয় যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সফল শিল্পপতি নুরুল ইসলাম স্মরণে আনুষ্ঠানিকতা। পরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত শোকসভায় যোগ দেন ব্যবসায়ী নেতা, সাংবাদিক, ক্যাবল অপারেটর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় বক্তারা বলেন, যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধাই নন, দেশের শিল্প খাতের অগ্রদূতও। অস্ত্র হাতে দেশ স্বাধীন করার পর, যিনি দেশ গঠনের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন।

বক্তারা বলেন, মাত্র ৪৫ বছরে ৪১ টি দেশসেরা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে রেখেছেন বিশাল ভূমিকা। যমুনা টেলিভিশন এবং দৈনিক যুগান্তর প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের গণমাধ্যম বিকাশেও অগ্রণী ভূমিকা রেখেছেন যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম। সাদাকে সাদা, কালোকে কালো’ বলার নীতির মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিতে প্রত্যয়ী ছিলেন সাহসী এই মানুষটি।

যুগান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ারের সভাপতিত্বে এবং যমুনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরো প্রধান জামসেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, ক্যাবল অপারেটর সিসিএল এর পরিচালক শ্যামল কুমার পালিত, পরিচালক আবুল হাসনাত বেলাল, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন বাবু।

উপস্থিত ছিলেন যমুনা টিভি ও যুগান্তর চট্টগ্রাম ব্যুরোর সংবাদকর্মীরা। শোক সভা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এসময় যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আবছার আল কাদেরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply