ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে

|

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে

ব্রাজিলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি যেন বেড়েই চলেছে। এর মধ্যে এক মাসের ভেতরে দেশটিতে সংক্রমণের মাত্রা বেড়ে হয়েছে দ্বিগুণ।

ব্রাজিল কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ২০ লাখ ১২ হাজার ১৫১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭৬ হাজার ৬৮৮ জন।

আক্রান্তের সংখ্যা ১০ লাখ থেকে ২০ লাখে পৌঁছাতে ২৭ দিন সময় লাগে। গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ ৪০ হাজার পর্যন্ত আক্রান্তের ঘটনা ঘটেছে।

করোনার ভয়াবহতা অস্বীকার করে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় বোলসোনারো সরকারকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি না মেনেই লকডাউনে শিথিলতা আনায় দেশজুড়ে করোনা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। তারও অনেক পরে ব্রাজিলে করোনা শনাক্ত হয়। কিন্তু কঠোর পদক্ষেপের অভাবে দেশটি বিপর্যস্ত হয়ে পড়েছে। আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply