জয়পুরহাটে ‘গোলাগুলি’তে ৮ মামলার আসামি নিহত, পরিবারের দাবি হত্যা

|

জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' ৮ মামলার আসামি নিহত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট থেকে রুবেল হোসেন ডালিম নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ডালিম শীর্ষ মাদক ব্যবসায়ী। মাদকের ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলির সময় সে নিহত হয়।

তবে পরিবারের দাবি তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা জানায়, মঙ্গলবার রাত ৮টায় সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি দোকান থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর আর খোঁজ পাওয়া যায় নি। সকালে লাশ পাওয়ার খবর জানতে পারে পরিবারের লোকজন।

পরে, স্থানীয়দের খবরের ভিত্তিতে বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকের ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। কিন্তু সেখানে ডালিমের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

নিহত ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, অপহরণ ও মাদক দ্রব্য আইনে ৮টি মামলা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply