কুরিয়ারের বাক্সে পাওয়া গেল বাঘের ছানা!

|

মানুষ চিঠিপত্র বা জরুরী জিনিস পাঠাতে কুরিয়ার সার্ভিসের সাহায্য নেয়। কিন্তু এবার কুরিয়ারের বাক্স খুলে হতবাক মেক্সিক্যান পুলিশ। দেখলো জ্যান্ত বাঘের ছানা। মেক্সিকোর পরিবেশ রক্ষা বিষয়ক ফেডারেল অ্যাটর্নি জানিয়েছেন জ্যালিস্কো শহরে একটি বাস স্টেশনের কাছেই একগাদা কুরিয়ারের বাক্স রাখা ছিল। পুলিশের প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর হঠাৎ একটি বাক্সের কাছে গিয়ে উত্তেজিত হয়ে পড়ে। পরে সন্দেহবশত বাক্সটি খুললে দুই মাস বয়সের একটি রয়েল বেঙ্গল টাইগারের শাবক পাওয়া যায়।

অবশ্য বাঘটির মালিকের কাছে মালিকানার বৈধ সকল কাগজপত্র মিলেছে। তারপরও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের জিম্মায় বাঘের ছানাটিকে রাখা হয়েছে। কারণ বাঘটিকে হস্তান্তরের প্রক্রিয়াটি বেআইনি। মেক্সিকোর বন্যপ্রাণী নিবর্তনরোধী আইনের আওতায় এটি একটি অপরাধ।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply