শীতে শক্তি বাড়বে করোনার, ব্রিটেনেই মৃত্যু হতে পারে ১ লাখ ২০ হাজার মানুষের

|

আগামী শীতে ব্রিটেনেই করোনার কারণে মৃত্যু হতে পারে ১ লাখ ২০ হাজার মানুষের। এমনটাই জানিয়েছে গবেষকরা। গতকাল মঙ্গলবার এই সতর্কবার্তা দেয় তারা। আসন্ন শীতকালে করোনার প্রকোপ আরও বাড়বে মনে করছেন তারা। খবর বিবিসি।

বিজ্ঞানীরা একটি মডেল তৈরি করেছে যেখানে দেখা গেছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অবস্থা খারাপ হলে ২৪ হাজার ৫০০ থেকে ২ লাখ ৫১ হাজার মানুষ মারা যেতে পারে শুধু হাসপাতালেই।

ব্রিটেনের অ্যাকাডেমি অফ মেডিকেল সায়েন্সের অধ্যাপক স্টিফেন হলগেট বলেন, আগামী শীতে করোনা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অবস্থা তার তুলনায় কয়েক গুণ শোচনীয় হতে পারে।

তিনি আরও বলেন, যদি আগাম সতর্কতা নেওয়া যায়, তবে বিপদ কিছুটা হলেও কমতে পারে। করোনা এখনও যায়নি। আমাদের বিধি মেনে হবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে।

অ্যাকাডেমি অফ মেডিকেল সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর ২০২০ থেকে জুন ২০২১ -এর মধ্যে ব্রিটেনের হাসপাতালগুলিতে ১ লাখ ১৯ হাজার ৯০০ সংক্রমিতের মৃত্যুর সম্ভাবনা আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply