বিষণ্নতাকে দূরে রাখতে বৃক্ষ আলিঙ্গন!

|

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখছে বিশ্ববাসী। এতে করে অনেকে তার আপন মানুষের কাছে যেতে পারছে না। আর এই সামাজিক দূরত্ব মানতে গিয়ে তৈরি হচ্ছে বিষন্নতা, হতাশা। আর এই বিষন্নতা কাটাতে মানুষকে সাহায্য করতে পারে বৃক্ষ। ইসরাইল সরকারি সংস্থা ইসরাইল ন্যাচার এন্ড পার্ক কর্তৃপক্ষ বৃক্ষকে আলিঙ্গন করে করোনাকালের বিষণ্নতা দূর করার জন্য আহ্বান জানান। রয়টার্স।

সংস্থাটি এ নিয়ে একটি ক্যাম্পেইনও চালিয়েছে।

ক্যাম্পেইনে বলা হয়, আমরা এই সময়ে বন্ধু এবং পরিবারের সদস্যদের বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে পারি না। এর পরিবর্তে চলুন বৃক্ষ আলিঙ্গন করি। ভালোবাস প্রকাশ করি।

তেল আবিবের আপোল্লোনিয়া ন্যাশনাল পার্কে বৃক্ষ আলিঙ্গন করতে আসা বারবারা গ্র্যান্ট নামের এক বৃদ্ধা বলেন, মানুষের সবচেয়ে প্রয়োজনীয় মৌলিক চাহিদা হলো সম্পর্ক, স্পর্শ এবং আলিঙ্গন। এ সময় করোনাকালে নিজের নাতিকে আলিঙ্গন না করতে পারার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত এপ্রিলে আইসল্যান্ড সরকারের পক্ষ থেকেও বিষন্নতা দূর করার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply