দেশের নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির আরও অবনতি

|

উজানের ঢল আর বৃষ্টিতে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

উত্তরে তিস্তার পানি বইছে বিপৎসীমার আশপাশে। নষ্ট হয়েছে বিপুল পরিমাণ আমনের বীজতলা ও সবজি ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ। প্লাবিত জনপদে বেড়েছে মানুষের দুর্ভোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি গেট খুলে রাখা হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা আর দুধকুমারে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জলমগ্ন এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও পানির সংকট।

গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। দুর্গত এলাকার কোথাও কোথাও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা আর সারি নদীর পানিও বেড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে সুনামগঞ্জের বেশিরভাগ উপজেলা। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বুগুড়া, জামালপুর, নেত্রকোণাসহ মধ্যাঞ্চলের জেলাগুলোয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply