প্রাণ বাঁচাতে ছাগলের ঘরে বাঘের আশ্রয়!

|

বন্যার পানি থেকে প্রাণ বাঁচাতে ছাগলের ঘরে আশ্রয় নিয়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেছে, ছাগলের জন্য তৈরি চালায় ঢুকে পড়েছে একটি বাঘ। বন্যার পানি বাড়ার সাথে সাথে কেবল তার মাথা ও পেছনের অংশটি দেখা যাচ্ছে। সূত্র: এনডিটিভি।

ভারতের আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বিপদগ্রস্ত হয়ে পড়েছে বন্য পশুরা। বিশাল এলাকাজুড়ে বন্যার পানি থাকায় পশুদের থাকার জায়গা ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের অনেক পশুই অসহায় হয়ে পড়েছে। বানের পানি থেকে বাঁচতে উঁচু জায়গার খোঁজে বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে পশুরা।

কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রায় ৯৫ ভাগ পানিতে প্লাবিত হয়েছে, যেখানে বাঘ, হাতি ও অন্যান্য প্রাণিদের এলাকা।

বাঘটিকে সংরক্ষণ ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে উদ্যানের পরিচালক পি শিবকুমার। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কাজিরাঙ্গা উদ্যানে প্রায় ১১৮টি বাঘ রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply