করোনাভাইরাসের উৎস খুঁজতে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

|

করোনাভাইরাসের উৎস সম্পর্কে খোঁজ নিতে চীনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু’জন বিশেষজ্ঞ। গতকাল সোমবার এই দুই বিশেষজ্ঞ চীনে পৌঁছেন। এ খবর নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং। খবর সিনহুয়া।

জানা যায়, নতুন করে করোনা ছড়িয়ে পড়ার উৎস খুঁজতেই এসেছেন এই দুই বিশেষজ্ঞ। চীনা বিজ্ঞানী ও চিকিৎসক বিশেষজ্ঞদের সাথে সহযোগিতা করবেন এবং তাদের সঙ্গে করোনা নিয়ে আলোচনা করবেন তারা। তবে চীনে তারা কোথা থেকে কোথায় যাবেন, সে সম্পর্কিত কিছু জানা যায়নি।

এদিকে বিশ্বে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রুপ ধারণ করতে পারে। ফের এমন সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম নিয়মিত ব্রিফিংয়ে বলেন, করোনা মহামারি মোকাবেলায় বিশ্বের বেশির ভাগ দেশই ভুল পথে চলছে। তাই প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণের সংখ্যা। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ এবং যথা সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া সবচেয়ে জরুরি। এজন্য বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply